শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা, বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এ ছাড়া ৩৬০ ক্যানও উদ্ধার করা হয়েছে। জড়িত অভিযোগে আটক করা হয়েছে এক যুবককে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে গতকাল এ তথ্য জানান। তিনি জানান, মিয়ানমার থেকে স্থানীয় আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে নাফ নদ পার হয়ে দুটি বস্তা কাঁধে নিয়ে আসার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এরপর সেখানে তল্লাশি করে গামছা দিয়ে মোড়ানো দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। জব্দ করা হয় ২ লাখ পিস ইয়াবা। এ ছাড়া টেকনাফের জালিয়ারদ্বীপ নামক স্থানে অভিযান চালিয়ে আরও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে জালিয়াপাড়া নামক এলাকা থেকে ৩৬০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

সর্বশেষ খবর