ভুল ওয়ারেন্টে বাড়তি হাজতবাস করতে হচ্ছে এক ব্যক্তিকে। আদালতের সংশ্লিষ্টরা বলছেন, এটি অনিচ্ছাকৃত ভুল। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর সহকারী জজ কাম পারিবারিক আদালতে। সংশ্লিষ্ট আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, ১১/১৬ নম্বর পারিবারিক মোকদ্দমায় বিবাদী উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরে বাদী আছমা আক্তারের প্রাপ্য দেনমোহর ও ভরণ পোষণ বাবদ আদালতে ১ লাখ টাকা দাখিল করেন বিবাদী উজ্জ্বল মিয়া। বাকি টাকা কিস্তিতে দেওয়ার আবেদন করলে আদালত সন্তুষ্ট হয়ে গত রবিবার তার জামিন মঞ্জুর করেন। কিন্তু বিপত্তি বাধে অন্য এক মামলায় (মোকদ্দমা নম্বর ৮/০৯) উজ্জ্বলের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু থাকায়। অথচ তিনি এ মামলার কোনো বিবাদী নন। মূল মামলায় তার জামিন হলেও অন্য মামলায় ভুল ওয়ারেন্টের কারণে কারাগারের গেট থেকেই তাকে আবারও জেলহাজতে যেতে হয়। এ বিষয়ে উজ্জ্বলের নিয়োজিত আইনজীবী মায়া ভৌমিক জানান, ৮/০৯ নম্বর মোকদ্দমার বাদী মোছা. সুরমা আক্তার। আর বিবাদী মিন্টু মিয়া। অথচ বিবাদী মিন্টু মিয়ার স্থলে উজ্জ্বল মিয়ার নাম লিখে ওয়ারেন্ট ইস্যু করা হয়। ফলে তাকে বাড়তি হাজতবাস করতে হচ্ছে। তিনি আরও জানান, যে সেরেস্তাদারের কারণে এমনটি হয়েছে, তিনি বেশ কিছুদিন আগে অবসরে গেছেন। বর্তমান সেরেস্তাদার বলছেন, নথি খুঁজে পেতে সময় দিতে হবে। একজন মানুষকে সেরেস্তাদারের ভুলের কারণে কেন বাড়তি হাজতবাস করতে হবে, সে প্রশ্ন করেন আইনজীবী। এটি ভুল মানতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ভুল হলে মিন্টুর স্থলে মন্টু বা সেন্টু হতে পারত। মিন্টুর স্থলে উজ্জ্বল হয় কেমন করে, এ প্রশ্ন তার। এ অবস্থায় আদালতের কাছে রিকল হওয়া মর্মে জরুরি আদেশের আবেদন করেছেন আইনজীবী মায়া ভৌমিক। বর্তমান সেরেস্তাদার মুকসেদ মিয়া জানান, অবসরে যাওয়া সেরেস্তাদার লুৎফুর রহমানের ভুলে এমনটি হয়েছে। এখন নথি খুঁজে পেতে সময় লাগবে। নথি পাওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা (এ. ও) রফিকুল ইসলাম ঘটনাটি সেরেস্তাদারের ভুলের কারণে হয়েছে উল্লেখ করে জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দ্রুত ব্যবস্থা নেবেন।
শিরোনাম
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
ভুল ওয়ারেন্টে বাড়তি হাজতবাস
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম