বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সিটিতে ভোটের হিসাবনিকাশ

শুভেচ্ছা বিনিময় আজমতের, রনির পক্ষে বিএনপি নেতা-কর্মীরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শুভেচ্ছা বিনিময় আজমতের, রনির পক্ষে বিএনপি নেতা-কর্মীরা

গাজীপুর সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান গতকাল ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করেছেন। বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীরা টঙ্গীতে তাঁর বাসায় আসেন। তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী আলোচনা করেন আজমত উল্লা খান। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

গাজীপুরে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে নূরুল ইসলাম সরকারের ছেলে স্বতন্ত্র প্রার্থী শাহ নূর ইসলাম রনির পক্ষে কাজ করছেন দলটির নেতা-কর্মীরা। আজ মনোনয়নপত্র জমা দেবেন রনি। বিএনপি নেতা-কর্মীরা রনির পক্ষে কৌশলে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। তাঁরা সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে ভোটারদের মন জয় করতে সচেষ্ট। মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জনগণের প্রত্যাশা পূরণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি আজ অথবা কাল মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে। গতকাল পর্যন্ত মেয়র পদে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নৌকার প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান বলেন, মেয়র নির্বাচিত হলে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিচ্ছন্ন নগর উপহার দেব। নগরের মানুষকে ডিজিটাল সেবার আওতায় আনা হবে। তাছাড়া নাগরিক সেবার মধ্যে অন্যতম হলো ট্যাক্স নির্ধারণ, তা সহনশীল পর্যায়ে আনা হবে। স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি সমর্থিত সরকার শাহ নূর ইসলাম রনি বলেন, ভোটারদের বেশ সাড়া পেয়েছি। ভোটাররা নতুন কিছু চায়। গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিয়েছেন আমরা তার পক্ষেই কাজ করব। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ ২৫ মে।

সর্বশেষ খবর