বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা
গাজীপুর

প্রার্থীদের নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল গাজীপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য অতিথিরা মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় প্রার্থীরা অভিযোগ করেন, অনেক প্রার্থী ভোটারদের এনআইডি কার্ড নিয়ে নিচ্ছেন। প্রার্থীরা টাকা দিয়ে ভোট কেনেন। তারা এসব বিষয় দেখার অনুরোধ জানান ও প্রতিকার চান। তারা ভয়ভীতিমুক্ত ভোট কেন্দ্র করার দাবি জানান। বৃষ্টির কারণে পোস্টার ছিঁড়ে যায়, এজন্য তারা পোস্টারগুলো ল্যামিনেটিং করে প্রচারের সুযোগ চান। পরে এসব বিষয়ে জবাব দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এতে নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান বিশেষ অতিথি ছিলেন। রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার এ এস এম জাকির হোসেনের সঞ্চালনায় নির্বাচনের আচরণবিধির বিষয়ে আলোকপাত করেন জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ এবং স্বতন্ত্র সরকার শাহনুর ইসলাম রনি, জায়েদা খাতুন ও মো. হারুন অর রশীদ উপস্থিত ছিলেন। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও এতে উপস্থিত ছিলেন। বিকালে জেলা ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একই স্থানে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর