শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা

৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু

‘করিস নে লাজ, করিস নে ভয়/ আপনাকে তুই করে নে জয়’ স্লোগানে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হলো ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। গতকাল সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনের এ উৎসবের উদ্বোধন করেন সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। এর আগে মিলনায়তনের বাইরের উন্মুক্ত প্রাঙ্গণে ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসবের মূল পর্ব শুরু হয় দলীয় পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও কণ্ঠশিল্পী পীযুষ বড়ুয়া এবং সভাপতির বক্তব্য রাখেন আমিনা আহমেদ। প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল ৫টায়। এ পর্বে প্রদান করা হয় গুণীজন সম্মাননা। গিটার শিল্পী এনামুল কবীর ও রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলামকে এ বছর সম্মাননা দেওয়া হয়। সন্ধ্যা ৬টায় ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।

পদাতিকের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব : ভাষা সৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্ম শতবর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হলো পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব।

 

সর্বশেষ খবর