মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

উত্তাপ বাড়ছে বরিশালে

♦ নৌকার তিন কর্মী আহতের মামলায় ১৩ জন কারাগারে ♦ আওয়ামী লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ ♦ সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চাইলেন জাপা প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উত্তাপ বাড়ছে বরিশালে

মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। মনোনয়নপত্র জমা দিচ্ছেন জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস (ডানে) -বাংলাদেশ প্রতিদিন

সহিংস হয়ে উঠছে বরিশাল সিটি নির্বাচন। ছাত্রলীগের হামলায় নৌকার তিন কর্মী আহতের ঘটনায় রবিবার রাতে মামলা হয়েছে। ওই মামলায় মহানগর ছাত্রলীগ আহ্বায়কসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার ঘটনা সাজানো দাবি করেছে মহানগর আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীর দাবি ভালো রাজনীতি নিরুৎসাহিত করতে নৌকার কর্মী-সমর্থকদের হামলা-হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি জানিয়েছেন। নগরীর কাউনিয়া মহাশ্মশান এলাকায় নৌকার তিন কর্মী হালিম, মনা ও জাহিদকে রবিবার রাতে মারধর করার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। তাদের দাবি মহানগর ছাত্রলীগ আহ্বায়ক রইজ আহমেদ মান্নার নেতৃত্বে নৌকার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আহতদের দেখতে ওই রাতে হাসপাতালে যান নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলার পরিপ্রেক্ষিতে মহানগর ছাত্রলীগ আহ্বায়ক মান্নাসহ ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় গতকাল সদর রোডে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর। তিনি বলেন, হামলার ঘটনা একটি মহলের সাজানো ও পরিকল্পিত। বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এটা সাজানো হয়েছে দাবি করে মহানগর সভাপতি বলেন, মহানগর ও ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হুমকির মধ্যে আছে। ঘটনাটি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি। এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেন, শুরু থেকেই তারা (আওয়ামী লীগের একটি অংশ) আমাদের লোকজন মারছে। পিস্তল ঠেকাচ্ছে। বাধা দিচ্ছে। হুমকি দিচ্ছে। বিকর্তিক স্লোগান দিচ্ছে। তিনি বলেন, আমি ভালো রাজনীতি করতে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে বরিশালবাসীর সেবা করতে পাঠিয়েছেন। এতে কেউ মনঃক্ষুণ্ন হতে পারে। তাদের ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। এদিকে গতকাল মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাপস বলেন, মানুষের মনে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় আছে। তিনি সুষ্ঠু ভোট নিশ্চিত ও ইভিএম বাতিল করে ব্যালটে ভোট নেওয়ার দাবি জানান। গতকাল পর্যন্ত মেয়র পদে ১০, ৩০ সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭৬ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৪৩ জন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও জাপাসহ চারজন। আজ ইসলামী আন্দোলন ও বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থীসহ অন্যরা মনোনয়ন জমা দিতে পারেন। এ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৮ মে, ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৬ মে প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোট গ্রহণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর