শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা
ইউসির সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ক্যাম্পাসে চাকরি করতে পারবেন

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনকে চ্যালেঞ্জ দিয়ে ওয়ার্ক পারমিট নেই এমন অবৈধ অভিবাসীকে চাকরি প্রদানের ঐতিহাসিক একটি সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি)। বৃহস্পতিবার ইউসি গভর্নিং বডির মধ্যে অনুষ্ঠিত ভোটের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের চেয়ার রিচার্ড লিইব এ প্রসঙ্গে বলেন, আমাদের শিক্ষার্থীদের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ের সহায়তা করতে আমরা বদ্ধপরিকর। মেধাবী শিক্ষার্থীরা অর্থ সংকটে পড়ে ঝরে পড়বেন, এমন কথা ভাবতেও পারি না। তবে এ সিদ্ধান্ত নভেম্বরের আগে কার্যকর করা সম্ভব হবে না।

জানা গেছে, দীর্ঘ দুই ঘণ্টারও অধিক সময় ইমিগ্রেশনের অ্যাটর্নিদের সঙ্গে কর্মকর্তারা বৈঠক করে এ প্রক্রিয়ার বিরুদ্ধে সম্ভাব্য আইনি চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে শলাপরামর্শের পরই বোর্ড সদস্যরা গোপন ব্যালটের ভোটে যান। উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রেসিডেন্ট রিগ্যানের জারিকৃত এক বিধি অনুযায়ী ওয়ার্ক পারমিট নেই এমন বিদেশিদের চাকরি প্রদানের সুযোগ নেই। সে বিধিকে চ্যালেঞ্জ করেই ইউসি এমন সিদ্ধান্ত নিয়েছে। ইউসির কর্মকর্তারা উল্লেখ করেছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ক্যাম্পাসে কাজের সুযোগ পেলে অর্থ সংকটে পড়বেন না এবং তাদের মেধাও ইউসি কাজে লাগাতে সক্ষম হবে। শুধু তাই নয়, কাজের সুযোগ পেলে হাজার হাজার শিক্ষার্থীর ভাগ্যোন্নয়নের পথ সুগম হবে।

পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য হোজে হারনান্দেজ বলেন, যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা প্রদানের ক্ষেত্রে ইউসি হচ্ছে সেরা প্রতিষ্ঠান এবং সবসময় প্রগতিশীল চিন্তাচেতনাকে প্রমোট করছে। সে আলোকে আমি আশা করছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা পূরণে অন্য স্টেটের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইউসিকে অনুসরণ করবে।

সর্বশেষ খবর