সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

বরিশাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

প্রতীক বরাদ্দের আগেই নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের তিন প্রার্থী। তথ্যমতে, প্রতিদিনই একাধিক সভা-সমাবেশ এবং গণসংযোগে অংশ নিচ্ছেন তারা। প্রতিশ্রুতি দিচ্ছেন নানা উন্নয়নের। ভোট চাইছেন নিজ দলীয় প্রতীকে। নগরীর বগুড়া রোডের ক্রাউন কনভেনশন হলে গত শনিবার রাতে আধুনিক বরিশাল বিনির্মাণে অগ্রাধিকার এবং প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। সভায় দুর্নীতিমুক্ত নগর ভবন গড়াসহ উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নৌকার প্রার্থী। কালুশাহ সড়কের ভাড়া বাসায় গতকাল আগত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নগরীর ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন খোকন সেরনিয়াবাত। এ ছাড়া তিনি শেরেবাংলা মেডিকেলের সামনে এবং নতুনবাজার এলাকায় ব্যবসায়ীসহ জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় শিক্ষকসহ সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন নৌকার প্রার্থী। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসও প্রতিদিন অংশ নিচ্ছেন একাধিক নির্বাচনী সভা-সমাবেশে। সকালে নগরীর নাজিরের পোল থেকে ভাটিখানা এলাকায় গণসংযোগ করেন। দুপুরে নগরীর একটি কনভেনশন হলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি প্রোগ্রামে অংশ নেন তাপস। বিকালে নগরীর এ করিম আইডিয়াল স্কুলে স্থানীয় নেতা-কর্মীসহ জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। প্রকৌশলী তাপস গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জনমনে শঙ্কা একটাই নির্বাচন নিরপেক্ষ হবে কি না। রিটার্নিং কর্মকর্তা নগ্নভাবে একজন প্রার্থীর পক্ষাবলম্বন করেছেন। তাপস রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার চান। ঘরোয়া সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে গতকাল দিন পার করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিধি ভঙ্গের আশঙ্কায় এতদিন কিছুটা আড়ালে প্রচারণা চালালেও এখন থেকে পরিকল্পিতভাবে একযোগে সাংগঠনিক সফরে নামার কথা জানিয়েছেন তিনি। গতকাল বিকালে ফয়জুল করীম বলেন, শঙ্কা একটাই- ভোট সুষ্ঠু হবে কি না।

দুই দিন পর গতকাল বরিশাল ফিরে নগরীর কালুশাহ সড়কের পৈতৃক বাড়িতে কর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপণ। ২৬ মে প্রতীক বরাদ্দের পর আটঘাট বেঁধে প্রচারণায় নামার কথা জানান তিনি। প্রচারণায় বিধি ভঙের বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

সর্বশেষ খবর