সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতে ২ হাজার রুপির নোট বাতিল হচ্ছে

প্রতিদিন ডেস্ক

ভারতে এবার ২ হাজার রুপির নোট বাতিল করা হচ্ছে। তবে তার আগেই সরকার বাজার থেকে এ নোট তুলে নেওয়া শুরু করেছে। এর আগে ২০১৬ সালে কালো টাকার লেনদেন বন্ধ করতে মোদি সরকার ১ হাজার রুপির নোট বাতিল করেছিল। সূত্র : এনডিটিভি, রয়টার্স।

প্রায় ৭ বছর পর আবারও নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এবার তা বাতিলের জন্য বেশ খানিকটা সময় বেঁধে দেওয়া হয়েছে। খবরে বলা হয়, শনিবার ২০১৬ সালে বাজারে ছাড়া ২ হাজার রুপির নোট ৩০  সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা বা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নেওয়ার জন্য বলা হয়েছে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ১ হাজার রুপির নোট বাতিলের ঘোষণার পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এবার তা না হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে ২ হাজার রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বা সরকার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, সামনে রাজ্য ও জাতীয় নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের সময় দেশটিতে নগদ লেনদেন বেড়ে যায়। মুম্বাইভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠান ইমকে গ্লোবাল ফাইন্যানশিয়াল সার্ভিসের অর্থনীতিবিদ মাধবী অরোরা বলেন, ‘২ হাজার রুপির নোটগুলোর নগদ লেনদেন কমে গিয়ে তা ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। এ সিদ্ধান্ত ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সরবরাহে সহায়তা করবে।’ বর্তমানে ভারতের বাজারে ৩ দশমিক ৬২ ট্রিলিয়ন রুপি বা ৪৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার মূল্যের ২ হাজার রুপির নোট আছে, যা মোট মদ্রাবাজারের ১০ দশমিক ৮ শতাংশ।

সর্বশেষ খবর