বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশকে ২০ লোকোমোটিভ হস্তান্তর ভারতের

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকারের অনুদান সহায়তায় গতকাল বাংলাদেশকে ২০টি ব্রডগেজ (বিজি) লোকোমোটিভ হস্তান্তর করা হয়েছে। দর্শনা-গেদে ইন্টারচেঞ্জ পয়েন্টে এক অনুষ্ঠানে এসব লোকোমোটিভ হস্তান্তর করা হয়। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এর সূচনা করেন। বাংলাদেশ সরকারের পক্ষে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এগুলো গ্রহণ করেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকার রেল ভবন থেকে এবং ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান দিল্লির রেল ভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ভারতীয় রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই লোকোমোটিভগুলো বাংলাদেশে যাত্রী ও মালবাহী ট্রেনের ক্রমবর্ধমান চাহিদা পূরণের উদ্দেশে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালীন প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই লোকোগুলোর অনুদান প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে সম্পদ ও দক্ষতা বিনিময়ের একটি চমৎকার উদাহরণ। ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশে একই ধরনের রেলওয়ে ব্যবস্থা বিদ্যমান এবং এই সেক্টর স্বাভাবিকভাবেই একে অপরের পরিপূরক। তিনি দুই রেলওয়ের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে, এসব লোকো বাংলাদেশের জনগণের রেল ভ্রমণকে সহজ করে স্বাচ্ছন্দ্য এনে দেবে।

 

সর্বশেষ খবর