রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

মনে হচ্ছে ভোট স্বচ্ছ হবে

সাইফুল ইসলাম স্বপন

মনে হচ্ছে ভোট স্বচ্ছ হবে

রাজশাহী সিটি করপোরশেন (রাসিক) নির্বাচনে প্রার্থী হয়েছেন নগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রের সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘ভোট করে কোনো লাভ নেই জানি। তার পরও প্রার্থী হচ্ছি। দল চাচ্ছে তাই প্রার্থী হব।’ বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। স্বপন বলেন, ‘ভোটের পরিবেশ নেই। এটা তো সবাই জানে। কিন্তু কিছু করার নেই। ভোটে গেলে কতটা কী করতে পারব, বুঝতেই পারছেন। তারপরও চেয়ারম্যানের নির্দেশ- প্রার্থী হতে হবে। তাই ভোট করা।’ প্রার্থী হয়ে ভোটারদের কাছে ভোট চাইবেন। নগরবাসীর কাছে তার প্রত্যাশা, তারা যেন লাঙলে ভোটটা দেন। স্বপন বলেন, ‘আমাকে নির্বাচিত করলে, আমি মানুষের সেবা করার চেষ্টা করব। সবার পরিচিত মুখ আমি। সেদিক বিবেচনায় নগরবাসী আমাকে ভোট দেবেন বলে বিশ্বাস করি।’ সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘এবার মনে হচ্ছে সিটি নির্বাচন স্বচ্ছ হবে। কেননা এ নির্বাচনে বিশৃঙ্খলা হলে বহির্বিশ্ব মনোক্ষুণ্ণ হবে। তাই বিদেশি রাষ্ট্রগুলোকে দেখানোর জন্য হলেও এ নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। তা না হলে এর প্রভাব ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনে পড়বে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর