শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা
নরসিংদীতে জাপার বিরোধ

জি এম কাদেরের সমর্থকরা গুঁড়িয়ে দিল রওশনের তোরণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জাতীয় পার্টির (জাপা) দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। তারা পাল্টাপাল্টি  সমাবেশের ডাক দিয়েছে। শহরজুড়ে দুই পক্ষের সমর্থকরা ব্যানার ফেস্টুনসহ মহাসড়কে কয়েকটি তোরণ নির্মাণ করেছে। এ অবস্থায় গতকাল জি এম কাদেরের সমর্থকরা রওশন এরশাদ গ্রুপের তোরণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং তাদের পূর্ব নিধারিত কর্মী সমাবেশও প- করে দিয়েছে।

প্রসঙ্গত, নরসিংদীতে বিএনপির রাজনীতিতে জোড়া হত্যাকান্ড ও শিবপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খানকে গুলি করার ঘটনা নিয়ে গোটা পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত হয়ে আছে। এ অবস্থায় জাতীয় পার্টির দুই গ্রুপও মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

জেলা জাতীয় পার্টির  নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীতে দীর্ঘদিন ধরে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন গ্রুপটি সক্রিয় রয়েছে। এ পক্ষের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব ওমর ফারুকের নেতৃত্বে জেলার প্রায় সব নেতা-কর্মীই সংগঠিত। এ সময় নরসিংদী শিল্পকলা একাডেমিতে জেলা সম্মেলনের ডাক দেয় কাদের গ্রুপ। এ খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় জাপার অন্য পক্ষ রওশন এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গার অনুসারী নাজমুল সিকদার গতকাল বিকাল ৩টায় নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে কর্মী সম্মেলনের ডাক দেন। সেখানে কেন্দ্রীয় জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ ঊর্ধ্বতন নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু জি এম কাদের পক্ষের কারণে এ কর্মী সম্মেলন প- হয়ে যায়। এর আগে রওশন পক্ষের তোরণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর