শিরোনাম
রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

সেই কালু সাত বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেই কালু সাত বছর পর গ্রেফতার

মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাত বছর পর কিলিং মিশনের অন্যতম নেতৃত্বদানকারী খাইরুল ইসলাম কালুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ছিন্নমূল এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়। তিনি মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং কিলিং মিশনের অন্যতম নেতৃত্ব দানকারী। পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, মিতু হত্যাকান্ডের পর থেকে কালু পলাতক ছিলেন। তিনি গ্রেফতার এড়াতে নানা ছদ্মবেশ ধারণ করেন। কখনো দারোয়ান, কখনো জেলের ছদ্মবেশে সাগরে গেছেন মাছ ধরতে। কখনোবা সবজি বিক্রি করেছেন। ছদ্মবেশে তিনি চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলায় আত্মগোপন করেন। সর্বশেষ নগরীর আকবর শাহ এলাকার একটি ভবনে দারোয়ানের চাকরি নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাঙ্গুনীয়া থানায় সোপর্দ করা হয়েছে। রাঙ্গুনীয়া থানার ওসি মাহবুব মিল্কি বলেন, কালুর বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পিবিআইর দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত বিদেশি নাগরিক এক নারীর সঙ্গে বাবুলের পরকীয়া হয়। এর জের ধরে সংসারে অশান্তি শুরু হয়। পরে বাবুল স্ত্রীকে খুনের সিদ্ধান্ত নেন। ৩ লাখ টাকায় খুনি ভাড়া করে স্ত্রীকে খুন করান।

নিজেকে আড়ালে রাখতে প্রচার করেন, জঙ্গিরাই মিতুকে খুন করেছে। মিতুকে খুনের মিশনে নেতৃত্ব দিয়েছে পুলিশ কর্মকর্তা বাবুলের সোর্স মো. কামরুল ইসলাম শিকদার মুসা। সঙ্গে ছিল আরও ছয়জন। এ মামলার আসামিদের মধ্যে বাবুলসহ চারজন কারাবন্দি রয়েছেন। মুছা রয়েছেন নিখোঁজ।

সর্বশেষ খবর