সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

প্রচারণায় বাগযুদ্ধে খালেক-মধু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রচারণায় বাগযুদ্ধে খালেক-মধু

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ১২ জুন ভোট গ্রহণ। প্রচারণায় খুব বেশি সময় না থাকায় প্রখর রোদ উপেক্ষা করে ক্লান্তিহীন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।

আগুন ঝরানো গরমে একদিকে মেয়র প্রার্থীরা দিচ্ছেন আধুনিক স্মার্ট সিটি গড়ার প্রতিশ্রুতি, একই সঙ্গে প্রচারণায় জড়াচ্ছেন বাগযুদ্ধে। জানা যায়, জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু গতকাল নগরীর নতুনবাজার, বেড়িবাঁধ এলাকা, আলমনগর, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি খুলনার উন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শফিকুল ইসলাম মধু বলেন, নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ২০০-৩০০ জন লোককে নির্বাচনী প্রচারণায় নামানো হচ্ছে। এ টাকার উৎস কোথায়? কালো টাকার ছড়াছড়ি হচ্ছে খুলনা সিটিতে, এটার সঠিক তদন্ত হওয়া উচিত। তিনি প্রতিপক্ষ প্রার্থী তালুকদার আবদুল খালেকের ব্যাংক অ্যাকাউন্ট তলব করারও দাবি জানান। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক গতকাল সকালে দৌলতপুর মহসিন মোড় থেকে শুরু করে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সারা দিন গণসংযোগ করেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কেউ প্রমাণ দিতে পারবে না কালো টাকা ছড়াছড়ি করছি। নগরবাসী বিবেচনা করবেন ২০০৮ সালের পর আমি কী করেছি। আর ২০১৮ সালের পর আমি কী কাজ করেছি। এটা  তো দৃশ্যমান। একসঙ্গে খুলনার ইতিহাসে ২০০-২৫০ রোডের কাজ এর আগে কখনো হয়নি। তিনি বলেন, যারা দুর্বল চরিত্রের লোক, যাদের  লোকজন কম, তারা এসব কথা বলে নির্বাচনকে বিতর্কিত করতে চায়। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আবদুল আউয়াল রূপসা সিমেন্ট ফ্যাক্টরি, শিপইয়ার্ড, মোখতার হোসেন বাজার, বান্দাবাজার, জিন্নাহপাড়া বাজার ও চাঁনমারী বাজার এলাকায় গতকাল গণসংযোগ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে মানবিক কারণে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। খুলনা সিটির বিভিন্ন গাড়ির স্ট্যান্ড ও মালামাল ওঠা-নামার ঘাটসমূহে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। ৩০% হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করা হবে। এ সময় হাতপাখার মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ।

সর্বশেষ খবর