সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

আমদানি-রপ্তানি বন্ধ হিলিতে

চালকদের হাতাহাতি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাকচালকদের সঙ্গে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে পণ্য পরিবহন বন্ধ রাখায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সকাল               থেকে এ অবস্থা চলছে। বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান অবস্থা বিরাজমান ছিল। তবে বন্দরের অভ্যন্তরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ভারতীয় ট্রাকচালকরা জানান, আমরা ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশের পানামা হিলি পোর্টে প্রবেশ করি। কিন্তু ব্যবসায়ীরা সময়মতো ট্রাক থেকে পণ্য খালাস না করায় আমাদের দীর্ঘদিন ধরে বন্দরের ভিতরে অপেক্ষা করতে হয়। এ কারণে থাকা, খাওয়ায় বেশ কষ্ট করতে হয় আমাদের। আমরা বাজার করার জন্য বা চা, পান, সিগারেট খাওয়ার জন্য বাইরে যেতে চাইলেও দেওয়া হয় না। এসব নিয়ে গতকাল কথা বলতে গেলে আমাদের ড্রাইভারদের ওপর চড়াও হয় তারা। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ট্রাকে পণ্য পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাহিলি সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুল আজিজ বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালকরা বন্দরের বাইরে গিয়ে নারীদের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়াসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছিল। সেই সঙ্গে করোনা মহামারি সংক্রমণের আশঙ্কায় সরকারি নির্দেশনায় তাদের বন্দরের বাইরে যাওয়া বন্ধ রেখেছিল বন্দর কর্তৃপক্ষ। কিন্তু তারা বেশ কিছুদিন ধরে বাইরে যাওয়ার দাবি করে আসছিল। গতকাল (শনিবার) তারা এই দাবিতে বন্দরের ভিতরে ট্রাক দিয়ে বেরিকেড সৃষ্টি করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় ট্রাকচালকদের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ (গতকাল) সকাল থেকে ভারতীয় ট্রাকচালকরা ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আমরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিকালের দিকে এ বিষয়ে তাদের সঙ্গে বৈঠক হতে পারে। বৈঠকে বসলে সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে গেলে বিকালের পর থেকে বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতীয় ট্রাকচালকরা পণ্য পরিবহন বন্ধ রাখায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি আমরা আমদানিকারকদের অবহিত করেছি। তারা বিষয়টি দেখার কথা জানিয়েছেন। যদি তারা আমাদের ডাকে তবে আমরা সেখানে যাব। তবে বন্দরের ভিতরে ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি-ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর