সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

পাইপ পড়ে সেনা সদস্য নিহতের ঘটনায় মামলা সাতজনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্মাণসামগ্রী পড়ে সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে ঘটনা তদন্তে গঠিত কমিটিতে রদবদল করা হয়েছে। আগের কমিটিতে মামলার দুজন আসামি সদস্য ছিলেন। মামলার আসামিরা হলেন- সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন, সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেন চালক মো. সাদেক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং অন্য একজন। প্রসঙ্গত, শনিবার নগরভবনের ওপরে কাজ করার সময় নির্মাণসামগ্রী (লোহার পাইপ) পড়ে মো. দেলোয়ার হোসেন নামের সেনাবাহিনীর এক ল্যান্স করপোরাল মারা যান। তিনি সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। এ ঘটনার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আলী আকবরকেও রাখা হয়েছিল। কিন্তু শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই দুই প্রকৌশলীকে আসামি করায় গতকাল তাদের বাদ দিয়ে কমিটিতে আরও দুজনকে আন্তর্ভুক্ত করা হয়। সাত সদস্যের বর্তমান কমিটিতে রয়েছেন সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদফতর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত অধিদফতর সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) রজি উদ্দিন খান।

সর্বশেষ খবর