শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় গতকাল ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন রিকশাচালক সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী গার্মেন্টকর্মী বুলবুলি বেগম (৪৫), ছেলে টুটুল (২৫), মেয়ে সনিয়া আক্তার (২২) ও নাতনি মেহজাবিন (৭)। তাদের গ্রামের বাড়ি নাটোর।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। এর মধ্যে সালামের শরীরের ৭০, বুলবুলির ২৫, টুটুলের ৬০, সনিয়ার ৪২ ও মেহজাবিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বার্ন ইনস্টিটিউট সূত্র জানান, ফতুল্লায় সালাম যে বাসায় পরিবার নিয়ে থাকতেন, সেখানে গতকাল সকাল ৮টায় বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। চার্জার ফ্যান বিস্ফোরিত হয়ে এ আগুন লাগতে পারে বলে ধারণা আশপাশের বাসিন্দাদের। গতকাল সাপ্তাহিক বন্ধের দিন থাকায় সবাই ঘুমিয়ে ছিলেন। বাড়িটি এক তলা।

সর্বশেষ খবর