হত্যাকান্ডের পর দেশ ছেড়েছিলেন তিনি। ভারত ও সৌদিআরবে কাটিয়ে দেন ৩৩ বছর। এর মধ্যে হত্যামামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সীমান্তের বাইরে থাকায় মাসুক মিয়া থেকে যান ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষরক্ষা হয়নি তার। বোরকা পরে বোনের কুলখানিতে অংশ নিতে এসে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। মাসুক মিয়া (৫৬) সিলেটের গোলাপগঞ্জ থানার করগাঁওর চরণ মিয়ার ছেলে। মাসুক মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯০ সালে গোলাপগঞ্জ থানার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের করগাঁওর হাছন আলীর ছেলে আবদুস সালামকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে মাসুক মিয়া। এ ঘটনায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল থানায় মামলা হলে গাঢাকা দেন মাসুক। প্রথমে তিনি চট্টগ্রাম চলে যান। সেখানে ৫-৬ মাস অবস্থান করে ভারতে অবস্থানরত তার চাচা আরজদ আলীর কাছে চলে যান তিনি। সেখানে চাচার আশ্রয়ে কাটিয়ে দেন ৩৩ বছর। মাঝখানে তিনি কয়েক বছর সৌদিআরবেও ছিলেন। মাঝে মধ্যে তিনি ছদ্মবেশে সিলেট এলেও ১-২ দিন থেকে ফের ভারতে চলে যেতেন। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, বোনের কুলখানিতে অংশ নিতে কয়েকদিন আগে তিনি দেশে ফিরেন। গত বৃহস্পতিবার রাতে বোরকা পরে গোলাপগঞ্জ আসেন মাসুক মিয়া। খবর পেয়ে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন