হত্যাকান্ডের পর দেশ ছেড়েছিলেন তিনি। ভারত ও সৌদিআরবে কাটিয়ে দেন ৩৩ বছর। এর মধ্যে হত্যামামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সীমান্তের বাইরে থাকায় মাসুক মিয়া থেকে যান ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষরক্ষা হয়নি তার। বোরকা পরে বোনের কুলখানিতে অংশ নিতে এসে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। মাসুক মিয়া (৫৬) সিলেটের গোলাপগঞ্জ থানার করগাঁওর চরণ মিয়ার ছেলে। মাসুক মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯০ সালে গোলাপগঞ্জ থানার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের করগাঁওর হাছন আলীর ছেলে আবদুস সালামকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে মাসুক মিয়া। এ ঘটনায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল থানায় মামলা হলে গাঢাকা দেন মাসুক। প্রথমে তিনি চট্টগ্রাম চলে যান। সেখানে ৫-৬ মাস অবস্থান করে ভারতে অবস্থানরত তার চাচা আরজদ আলীর কাছে চলে যান তিনি। সেখানে চাচার আশ্রয়ে কাটিয়ে দেন ৩৩ বছর। মাঝখানে তিনি কয়েক বছর সৌদিআরবেও ছিলেন। মাঝে মধ্যে তিনি ছদ্মবেশে সিলেট এলেও ১-২ দিন থেকে ফের ভারতে চলে যেতেন। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, বোনের কুলখানিতে অংশ নিতে কয়েকদিন আগে তিনি দেশে ফিরেন। গত বৃহস্পতিবার রাতে বোরকা পরে গোলাপগঞ্জ আসেন মাসুক মিয়া। খবর পেয়ে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শিরোনাম
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার