হত্যাকান্ডের পর দেশ ছেড়েছিলেন তিনি। ভারত ও সৌদিআরবে কাটিয়ে দেন ৩৩ বছর। এর মধ্যে হত্যামামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সীমান্তের বাইরে থাকায় মাসুক মিয়া থেকে যান ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষরক্ষা হয়নি তার। বোরকা পরে বোনের কুলখানিতে অংশ নিতে এসে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। মাসুক মিয়া (৫৬) সিলেটের গোলাপগঞ্জ থানার করগাঁওর চরণ মিয়ার ছেলে। মাসুক মিয়াকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯০ সালে গোলাপগঞ্জ থানার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের করগাঁওর হাছন আলীর ছেলে আবদুস সালামকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে মাসুক মিয়া। এ ঘটনায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল থানায় মামলা হলে গাঢাকা দেন মাসুক। প্রথমে তিনি চট্টগ্রাম চলে যান। সেখানে ৫-৬ মাস অবস্থান করে ভারতে অবস্থানরত তার চাচা আরজদ আলীর কাছে চলে যান তিনি। সেখানে চাচার আশ্রয়ে কাটিয়ে দেন ৩৩ বছর। মাঝখানে তিনি কয়েক বছর সৌদিআরবেও ছিলেন। মাঝে মধ্যে তিনি ছদ্মবেশে সিলেট এলেও ১-২ দিন থেকে ফের ভারতে চলে যেতেন। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, বোনের কুলখানিতে অংশ নিতে কয়েকদিন আগে তিনি দেশে ফিরেন। গত বৃহস্পতিবার রাতে বোরকা পরে গোলাপগঞ্জ আসেন মাসুক মিয়া। খবর পেয়ে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
শিরোনাম
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
অষ্টম কলাম
৩৩ বছর পর বোরকা পরে কুলখানিতে এসে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর