তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ভয়ের কোনো কারণ নেই। আমরা নতুন নতুন বাজার তৈরি করছি। রপ্তানিতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা সব সময়ই এ রকম হুমকি-ধমকি দিয়ে থাকে। আমরা তো সেই ১৯৭২ সাল থেকে আন্তর্জাতিক শ্রম ওর্গানাইজেশন (আইএলও) কনভেনশনের নিয়মকানুন মেনেই কাজ করছি। কারখানাগুলোও তাদের দেওয়া সব ধরনের নিয়ম মেনে চলছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাতকে ইউএসএ ও ইইউএর চাহিদা অনুযায়ী কমপ্লায়েন্স করা হয়েছে। শ্রমিকদের অধিকার কোথাও ক্ষুণ্ণ করা হয়নি। নিয়মিতই তাদের বেতন বাড়ানো হচ্ছে। এরপরও যদি তাদের আরও কোনো চাহিদা থাকে সেটা তারা আমাদের সুনির্দিষ্টভাবে বলুক আমরা তা পালনের চেষ্টা করব। ফলে আমরা তো ভয় পাই না। ভয়ের কোনো কারণও নাই। তারা যদি আমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় সেটা হবে অযৌক্তিক নিষেধাজ্ঞা। স্রেফ রাজনৈতিক কারণের সম্ভাব্য নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না। এটা ঠিক যে ইউএসএ ও ইইউ হচ্ছে আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। এটাকে আমরা কখনই নষ্ট করতে চাই না। বরং এটাকে ঠিক রেখে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও আমরা রপ্তানির বাজার খোঁজার চেষ্টা করছি। বিজিএমইএর সাবেক এই নেতা আরও বলেন, নির্বাচনের কারণে আমাদের কোনো সমস্যা হবে না। নির্বাচন ও রপ্তানি খাত দুটোই পৃথক ইস্যু। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দুটোকে এক করে রাজনৈতিক কারণে স্যাংশনের হুমকি দিয়ে আসছে। তারা আমাদের ট্রেড স্যাংশন দিলে ক্ষতি তাদেরও হবে বলে তিনি মনে করেন। এ ছাড়া ন্যায্যতার ভিত্তিতে তৈরি পোশাকের দাম বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা