তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ভয়ের কোনো কারণ নেই। আমরা নতুন নতুন বাজার তৈরি করছি। রপ্তানিতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা সব সময়ই এ রকম হুমকি-ধমকি দিয়ে থাকে। আমরা তো সেই ১৯৭২ সাল থেকে আন্তর্জাতিক শ্রম ওর্গানাইজেশন (আইএলও) কনভেনশনের নিয়মকানুন মেনেই কাজ করছি। কারখানাগুলোও তাদের দেওয়া সব ধরনের নিয়ম মেনে চলছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাতকে ইউএসএ ও ইইউএর চাহিদা অনুযায়ী কমপ্লায়েন্স করা হয়েছে। শ্রমিকদের অধিকার কোথাও ক্ষুণ্ণ করা হয়নি। নিয়মিতই তাদের বেতন বাড়ানো হচ্ছে। এরপরও যদি তাদের আরও কোনো চাহিদা থাকে সেটা তারা আমাদের সুনির্দিষ্টভাবে বলুক আমরা তা পালনের চেষ্টা করব। ফলে আমরা তো ভয় পাই না। ভয়ের কোনো কারণও নাই। তারা যদি আমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় সেটা হবে অযৌক্তিক নিষেধাজ্ঞা। স্রেফ রাজনৈতিক কারণের সম্ভাব্য নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না। এটা ঠিক যে ইউএসএ ও ইইউ হচ্ছে আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। এটাকে আমরা কখনই নষ্ট করতে চাই না। বরং এটাকে ঠিক রেখে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও আমরা রপ্তানির বাজার খোঁজার চেষ্টা করছি। বিজিএমইএর সাবেক এই নেতা আরও বলেন, নির্বাচনের কারণে আমাদের কোনো সমস্যা হবে না। নির্বাচন ও রপ্তানি খাত দুটোই পৃথক ইস্যু। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দুটোকে এক করে রাজনৈতিক কারণে স্যাংশনের হুমকি দিয়ে আসছে। তারা আমাদের ট্রেড স্যাংশন দিলে ক্ষতি তাদেরও হবে বলে তিনি মনে করেন। এ ছাড়া ন্যায্যতার ভিত্তিতে তৈরি পোশাকের দাম বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
শিরোনাম
- চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
- রাশিয়ান হ্যাকারদের কবলে ১০ টেরাবাইটেরও বেশি তথ্য
- দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেল-জরিমানা
- ফেরার আশা এখনই ছাড়ছেন না স্মিথ
- দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে
- নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
- ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ
- নবজাতকের আইসিইউ বলতে কি বুঝি
- ঢাকার মুক্তাঙ্গনকে দখলমুক্ত করার আহ্বান এশিয়া মানবাধিকার সংস্থার
- ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে
- সমুদ্র থেকে ভেসে আসছে রহস্যময় বল, সিডনিতে বন্ধ ৯ সৈকত
- চট্টগ্রামে যৌন নিপীড়ন মামলায় দুইজনের যাবজ্জীবন
- ‘পুনঃনির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প’
- কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মীর মৃত্যু
- লালপোল ইউটার্ন যেন মরণফাঁদ, কবে হবে আন্ডারপাস
- ফেরাউনের মতো অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে : চরমোনাই পীর
- গ্যাসে রান্নায় দুর্ঘটনা রোধে সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করবে বিএসটিআই : মহাপরিচালক