তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ভয়ের কোনো কারণ নেই। আমরা নতুন নতুন বাজার তৈরি করছি। রপ্তানিতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক কারণে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা সব সময়ই এ রকম হুমকি-ধমকি দিয়ে থাকে। আমরা তো সেই ১৯৭২ সাল থেকে আন্তর্জাতিক শ্রম ওর্গানাইজেশন (আইএলও) কনভেনশনের নিয়মকানুন মেনেই কাজ করছি। কারখানাগুলোও তাদের দেওয়া সব ধরনের নিয়ম মেনে চলছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাতকে ইউএসএ ও ইইউএর চাহিদা অনুযায়ী কমপ্লায়েন্স করা হয়েছে। শ্রমিকদের অধিকার কোথাও ক্ষুণ্ণ করা হয়নি। নিয়মিতই তাদের বেতন বাড়ানো হচ্ছে। এরপরও যদি তাদের আরও কোনো চাহিদা থাকে সেটা তারা আমাদের সুনির্দিষ্টভাবে বলুক আমরা তা পালনের চেষ্টা করব। ফলে আমরা তো ভয় পাই না। ভয়ের কোনো কারণও নাই। তারা যদি আমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় সেটা হবে অযৌক্তিক নিষেধাজ্ঞা। স্রেফ রাজনৈতিক কারণের সম্ভাব্য নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না। এটা ঠিক যে ইউএসএ ও ইইউ হচ্ছে আমাদের রপ্তানির সবচেয়ে বড় বাজার। এটাকে আমরা কখনই নষ্ট করতে চাই না। বরং এটাকে ঠিক রেখে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও আমরা রপ্তানির বাজার খোঁজার চেষ্টা করছি। বিজিএমইএর সাবেক এই নেতা আরও বলেন, নির্বাচনের কারণে আমাদের কোনো সমস্যা হবে না। নির্বাচন ও রপ্তানি খাত দুটোই পৃথক ইস্যু। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দুটোকে এক করে রাজনৈতিক কারণে স্যাংশনের হুমকি দিয়ে আসছে। তারা আমাদের ট্রেড স্যাংশন দিলে ক্ষতি তাদেরও হবে বলে তিনি মনে করেন। এ ছাড়া ন্যায্যতার ভিত্তিতে তৈরি পোশাকের দাম বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
শিরোনাম
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
- গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
- যুবদল কর্মী আরিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন
- বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- ঝরে পড়া শিক্ষার্থী ও বাল্যবিয়ে রোধে জলঢাকায় শুভসংঘের সচেতনতামূলক সভা
- গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে : আইন উপদেষ্টা
- ‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’
ভয়ের কোনো কারণ নেই
----- সিদ্দিকুর রহমান
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর