নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফরউল্লাহকে শোকজ করা হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটার মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে। গতকাল ফরিদপুর-৪ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা চিঠি কাজী জাফরউল্লাহকে পাঠানো হয়েছে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন গতকাল একটি লিখিত অভিযোগ দেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে। এর সঙ্গে কাজী জাফরউল্লাহর বক্তব্যের ভিডিও ক্লিপ দেওয়া হয়। নিক্সনের এ লিখিত অভিযোগের ভিত্তিতে কাজী জাফরউল্লাহকে শোকজ করে আজ সশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজ নোটিসে বলা হয়েছে, অভিযোগ অনুযায়ী আপনি ১৩ ডিসেম্বর ভাঙ্গা উপজেলাধীন শেখপুরা বাজারে মাইক ব্যবহার করে গণসংযোগ ও পথসভা করে নির্বাচনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। শেখপুরা বাজারে আগত সর্ব সাধারণ, ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় কালে একটি সভায় যোগদান করেছেন এবং উক্ত সভায় বক্তব্য প্রদান কালে আপনি উক্তি করেছেন, ‘এমপি তো যে আছে সে তো আমাদের এলাকার না। সে হলো মাদারীপুর থেকে শিবচরের। সে আসছে এখানে বালি কাটতে, আসছে টাকা বানাতে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে কি সে আসছে? সে বলে কাজী মাহাবুল্লাহ একটা চোর। সে বলে আমি ফকিরের গোষ্ঠীর লোক। ফক্কিনির ছেলে। আপনারা বুঝতে পারছেন যে, আমারে যদি একথা কয় কাজী তাহলে আপনাদের কি অবস্থা করবে? তার যে কতটা হিংসা, বিদ্বেষ।’ নোটিসে বলা হয়েছে, আপনার উক্তরূপ বক্তব্য সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি১১(ক) এর পরিপন্থি। একই সঙ্গে আপনি উক্ত সভা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের কাছে হতে লিখিত অনুমতি গ্রহণ ও স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত না করে সভায় অংশগ্রহণ করে উক্ত বিধিমালার বিধি৬(খ) ও৬(গ) লঙ্ঘন করেছেন মর্মে প্রতীয়মান হয়।
শিরোনাম
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস