সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নানা প্রতিশ্রুতি বাগ্‌যুদ্ধ প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক

নানা প্রতিশ্রুতি বাগ্‌যুদ্ধ প্রার্থীদের

ভোটের প্রচারে শেখ তন্ময়, মশিয়ার রহমান, সরওয়ার হোসেন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। চলছে মিছিল-মিটিং ও পথসভা। ভোটারদের মধ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট। অনলাইনেও চলছে ভোটের প্রচার। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চলছে প্রচারণার বাগ্যুদ্ধ। একই সঙ্গে জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও ভোট চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর পথসভা-উঠান বৈঠক করে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতিও।

গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে সভা ও ছাত্রলীগের র‌্যালিতে অংশগ্রহণ করেন। ঢাকা-৮ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম হাবিবুল্লাহ কলেজের পেছনে মতবিনিময় সভা, মালিবাগ, ইস্কাটন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী সিআইপি রাজধানীর দক্ষিণখান  এলাকায় গণসংযোগ চালান।     ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত নির্বাচনি এলাকার গুলশান-বনানী, নিকেতন এলাকায় প্রচারণা করেন। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল নির্বাচনি এলাকার মিরপুর, গাবতলী এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন নির্বাচনি এলাকার ৮, ১১, ১২ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক ও চিড়িয়াখানা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্না যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন কাজলা ব্রিজ, বরফ গলি, সামদ নগর, ভাঙ্গাপ্রেস, নবী টাওয়ার এলাকায় গণসংযোগ করেন। আরেক স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সজল কোনাপাড়ায় ও ছনটেক, বাগিচা রোড, কেরানীপাড়া এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন নির্বাচনি এলাকার বাড্ডা, গুলশান, রামপুরা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৬ আসনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন সূত্রাপুর, কাগজীটোলা, বাহাদুর শাহ পার্ক মসজিদের মিছিল ও সভা করেন। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্র নায়ক ফেরদৌস আহমেদ নির্বাচনি এলাকার ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম দোলাইপাড়, নামা শ্যামপুর, ঢাকা ম্যাচ কলোনি, শ্যামপুর বহুমুখী স্কুলের আশপাশ এলাকায় নির্বাচনি গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। একই আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা জুরাইন সরকারি বালক বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণসংযোগ ও পথসভা করেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন মিলন পুরান ঢাকার নাজিরা বাজারে নির্বাচনি জনসভা ও আমলীগোলা, আজিমপুর কাঁচাবাজার, লালবাগ রোডে গণসংযোগ করেন। ঢাকা-১১ আসনে গণফ্রন্টের মাছ প্রতীকে শেখ মোস্তাফিজুর রহমান আফতাবনগর, বাড্ডার ২১ নম্বর ওয়ার্ড, গুদারাগাট এলাকায় গণসংযোগ করেন। ঢাকা- ১২ আসনে  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মুহাম্মদ আবদুল হাকিম তেজগাঁও শিল্প এলাকা, মধুবাগ, মহানগর কলেজ এলাকায় গণসংযোগ করেন। জামালপুর-২ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এরশাদ জমানার পৌর এলাকার নটারকান্দা, মুশাররফগঞ্জ, ধর্মকুরা বাজারসহ বিভিন্ন এলাকায় প্রচারণা করেন। নারায়ণগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম ভুলতা ইউনিয়ন ভায়লা এলাকায়, মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া বাজারে গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি, মসলন্দপুরসহ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। চট্টগ্রাম-১১ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর আগ্রাবাদ, ইপিজেড, বন্দর, পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক চরমোনাই দরবার শরিফে গণসংযোগ করেন। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিকের সহধর্মিণী শাহেদা নাসরিন রুমা দ্বীপের বিভিন্ন স্থানে সমাবেশ ও উঠান বৈঠকে ভোট চান। রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণা চালিয়েছেন গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়িয়াদহ এলাকায়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালিয়েছেন রিশিকুল ইউনিয়নের বিভিন্ন এলাকায়। রাজশাহী-২ আসনের ১৪ দল প্রার্থী ফজলে হোসেন বাদশা লিলি সিনেমা হলের মোড় থেকে শুরু করে কোর্ট স্টেশন এলাকায়, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান ১, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রচারণা চালিয়েছেন মোহনপুর উপজেলায়। রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ উপজেলার ঝিকরা ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী এনামুল হক গণিপুর ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে। রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন উপজেলার আড়ানী পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায়। নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল তাঁতীপাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী আবদুল ওদুদ পৌর এলাকার চরমোহনপুর ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে পথসভা করেন। বিএনএমের প্রার্থী মোহাম্মদ আবদুল মতিন উপজেলার চরআলাতুলী ও কোদালকাটি এলাকায় গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের আওয়ামী লীগ প্রার্থী মু. জিয়াউর রহমান উপজেলার পার্বতীপুর ইউনিয়নে গণসংযোগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস উপজেলায় গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বিনোদপুর ও মনাকষায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ধাইনগর ইউনিয়নে এবং মোহা. গোলাম রাব্বানী নিজ এলাকায় গণসংযোগ করেন।

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাঙ্গায় নির্বাচনি জনসভায় অংশ নেন। চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নিজ এলাকায় প্রচারণা চালান। মৌলভীবাজার-৩ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থনে বর্ধিত সভা করে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। পিরোজপুর-১ আসনের নৌকার প্রার্থী শ ম রেজাউল করিম নৌকায় ভোট দেওয়ার জন্য পিরোজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। উঠান বৈঠক ও জনসভার মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন মৌলভীবাজার-৩ (সদর উপজেলা-রাজনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। কুষ্টিয়া-৩ আসনের নৌকার প্রার্থী মাহবুব-উল আলম হানিফ সদরের পাটিকাবাড়ীতে দিনভর প্রচারণা চালান। কুষ্টিয়া-২ আসনের নৌকার প্রার্থী হাসানুল হক ইনু গণসংযোগ করেন মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে। ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর কাঁঠালিয়া উপজেলার সদর ও চেঁচরীরামপুর ইউনিয়নে পথসভা করেন।

সর্বশেষ খবর