লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে পরাজিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সহসভাপতি ও জোটের প্রার্থী (নৌকা প্রতীক) মোশারফ হোসেন। নির্বাচনে তার এমন বিপর্যয়ের কারণ হিসেবে তিনি বলেন, কালো টাকা আর প্রশাসনিক চাপে আমি হেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের (নৌকার পক্ষের) কোনো কথাই শোনেনি। তারা অন্যদের জন্য উন্মুক্ত ছিল। আমাদের কর্মীদের চাপে রেখেছে বেশি। টাকায় ভোট কেনা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচন করায় বিজয় অর্জন সম্ভব হয়নি। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ (ঈগল প্রতীক) এর পক্ষে চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোটের মাঠে কাজ করে মাঠ দখলের ঘটনাও ছিল অন্যতম। নৌকার কর্মীদের ওপর চাপ প্রয়োগসহ ভয়ভীতি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছেন নেতারা। কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট, টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেও প্রশাসনের কাছে কোনো প্রতিকার পাইনি। দেশে একটা নির্বাচন হওয়ার দরকার ছিল, তা হয়ে গেল। এখন আর সার্বিক পরিস্থিতি বলে লাভ কী। তবে নির্বাচনে আমি হেরে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।মোশারফ বলেন, নির্বাচনে হেরেও রামগতি-কমলনগরের মানুষের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত চাপ আর কালো টাকার মুখেও রামগতি ও কমলনগরের জনগণ আমাকে ভালোবেসে নৌকা প্রতীকে ৩৩ হাজার ৮১০ ভোট দিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। ভবিষ্যতে এই এলাকার জনগণের সুখে-দুঃখে আমি তাদের পাশে থাকব। প্রসঙ্গত, এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শিরোনাম
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
কেন এই ফল বিপর্যয়
কালো টাকা আর প্রশাসনিক চাপ
মোশারফ হোসেন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর