লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে পরাজিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সহসভাপতি ও জোটের প্রার্থী (নৌকা প্রতীক) মোশারফ হোসেন। নির্বাচনে তার এমন বিপর্যয়ের কারণ হিসেবে তিনি বলেন, কালো টাকা আর প্রশাসনিক চাপে আমি হেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের (নৌকার পক্ষের) কোনো কথাই শোনেনি। তারা অন্যদের জন্য উন্মুক্ত ছিল। আমাদের কর্মীদের চাপে রেখেছে বেশি। টাকায় ভোট কেনা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচন করায় বিজয় অর্জন সম্ভব হয়নি। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ (ঈগল প্রতীক) এর পক্ষে চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোটের মাঠে কাজ করে মাঠ দখলের ঘটনাও ছিল অন্যতম। নৌকার কর্মীদের ওপর চাপ প্রয়োগসহ ভয়ভীতি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছেন নেতারা। কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট, টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেও প্রশাসনের কাছে কোনো প্রতিকার পাইনি। দেশে একটা নির্বাচন হওয়ার দরকার ছিল, তা হয়ে গেল। এখন আর সার্বিক পরিস্থিতি বলে লাভ কী। তবে নির্বাচনে আমি হেরে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।মোশারফ বলেন, নির্বাচনে হেরেও রামগতি-কমলনগরের মানুষের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত চাপ আর কালো টাকার মুখেও রামগতি ও কমলনগরের জনগণ আমাকে ভালোবেসে নৌকা প্রতীকে ৩৩ হাজার ৮১০ ভোট দিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। ভবিষ্যতে এই এলাকার জনগণের সুখে-দুঃখে আমি তাদের পাশে থাকব। প্রসঙ্গত, এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি