লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে পরাজিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সহসভাপতি ও জোটের প্রার্থী (নৌকা প্রতীক) মোশারফ হোসেন। নির্বাচনে তার এমন বিপর্যয়ের কারণ হিসেবে তিনি বলেন, কালো টাকা আর প্রশাসনিক চাপে আমি হেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের (নৌকার পক্ষের) কোনো কথাই শোনেনি। তারা অন্যদের জন্য উন্মুক্ত ছিল। আমাদের কর্মীদের চাপে রেখেছে বেশি। টাকায় ভোট কেনা হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচন করায় বিজয় অর্জন সম্ভব হয়নি। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ (ঈগল প্রতীক) এর পক্ষে চিহ্নিত আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোটের মাঠে কাজ করে মাঠ দখলের ঘটনাও ছিল অন্যতম। নৌকার কর্মীদের ওপর চাপ প্রয়োগসহ ভয়ভীতি দেখিয়ে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছেন নেতারা। কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট, টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেও প্রশাসনের কাছে কোনো প্রতিকার পাইনি। দেশে একটা নির্বাচন হওয়ার দরকার ছিল, তা হয়ে গেল। এখন আর সার্বিক পরিস্থিতি বলে লাভ কী। তবে নির্বাচনে আমি হেরে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।মোশারফ বলেন, নির্বাচনে হেরেও রামগতি-কমলনগরের মানুষের আন্তরিকতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত চাপ আর কালো টাকার মুখেও রামগতি ও কমলনগরের জনগণ আমাকে ভালোবেসে নৌকা প্রতীকে ৩৩ হাজার ৮১০ ভোট দিয়েছেন। তাদের কাছে আমি ঋণী। ভবিষ্যতে এই এলাকার জনগণের সুখে-দুঃখে আমি তাদের পাশে থাকব। প্রসঙ্গত, এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
কেন এই ফল বিপর্যয়
কালো টাকা আর প্রশাসনিক চাপ
মোশারফ হোসেন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর