বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লাঠি ও চেয়ার দিয়ে বিনোদন সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে শিল্পী সমিতির সদস্যরা। এ ঘটনায় অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিএফডিসিতে এ ঘটনা ঘটে। আহত কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। এরপরই এ হামলা করা হয়। হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো। একপর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন। হামলায় বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরাপারসন আজহারুল ইসলাম, দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, নিউজটুয়েন্টিফোরের ক্যামেরাপারসনসহ ৩০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহত মিঠুন আল মামুন বলেন, কোনো কারণ ছাড়াই শিল্পী সমিতির সদস্যরা আমাদের ওপর হামলা করেছে। শিবা শানু ও জয় চৌধুরী অশ্লীল ভাষায় কথা বলেছে। তারা ধর বলতেই মারামারি শুরু হয়। হামলাকারীরা আমাদের অনেকের ক্যামেরা ভেঙে দিয়েছে। ঘটনাস্থল থেকে ফোনও চুরি হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের বিনোদন প্রতিবেদক পান্থ আফজাল বলেন, সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে যাই। কিন্তু এভাবে সহকর্মীদের ওপর হামলা হবে বিশ্বাস করতে পারিনি। হামলাকারীদের শাস্তি দাবি করছি। হামলার বিষয়ে শিল্পী সমিতিরি নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ঘটনার তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি মো. হাফিজ আল ফারুক বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর