বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লাঠি ও চেয়ার দিয়ে বিনোদন সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে শিল্পী সমিতির সদস্যরা। এ ঘটনায় অন্তত ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিএফডিসিতে এ ঘটনা ঘটে। আহত কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় বিএফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি হয়। এরপরই এ হামলা করা হয়। হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো। একপর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন। হামলায় বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরাপারসন আজহারুল ইসলাম, দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন, নিউজটুয়েন্টিফোরের ক্যামেরাপারসনসহ ৩০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহত মিঠুন আল মামুন বলেন, কোনো কারণ ছাড়াই শিল্পী সমিতির সদস্যরা আমাদের ওপর হামলা করেছে। শিবা শানু ও জয় চৌধুরী অশ্লীল ভাষায় কথা বলেছে। তারা ধর বলতেই মারামারি শুরু হয়। হামলাকারীরা আমাদের অনেকের ক্যামেরা ভেঙে দিয়েছে। ঘটনাস্থল থেকে ফোনও চুরি হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের বিনোদন প্রতিবেদক পান্থ আফজাল বলেন, সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে যাই। কিন্তু এভাবে সহকর্মীদের ওপর হামলা হবে বিশ্বাস করতে পারিনি। হামলাকারীদের শাস্তি দাবি করছি। হামলার বিষয়ে শিল্পী সমিতিরি নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ঘটনার তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি মো. হাফিজ আল ফারুক বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর