গত কয়েকদিন ধরে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের আয়োজন নিয়ে অনেক আলোচনা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই আলোচনা চলছিল। বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী ছিল। তবে শেষ পর্যন্ত আয়োজক থাকতে পারছে না বাংলাদেশ। আইসিসির বোর্ড মিটিংয়ে বিশ্বকাপের আয়োজক নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও শারজায় অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। আগামী ৩-২০ অক্টোবর বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ বাংলাদেশে না হওয়ার কথা জানিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্মরণীয় একটি ইভেন্ট উপহার দিতে পারত।’ তিনি আরও যোগ করেন, ‘বিসিবির একটা টিম খুবই চেষ্টা করেছে বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজন করার জন্য। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। তবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। এজন্য এখানে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে বাংলাদেশ আয়োজকের মর্যাদা হারায়নি। অদূর ভবিষ্যতে আইসিসির কোনো বিশ্ব আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে।’ বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশাবাদী ছিলেন বিশ্বকাপ আয়োজন নিয়ে। তবে শেষ পর্যন্ত আইসিসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলল না।