তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনেই কয়েক শত জেলে-বনজীবীসহ ইকো-ট্যুরিস্টরা (প্রতিবেশ পর্যটক) বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবনে গেছেন। গতকাল ভোর থেকে বন বিভাগের কাছ থেকে বৈধ পাস-পারমিট নিয়ে ৪ শতাধিক জেলে-বনজীবীর পাশাপাশি ট্যুরিস্ট জলোযানে করে সুন্দরবনে পৌঁছেছেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুটি রেঞ্জ অফিস ও করমজল পর্যটন কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ অফিসসহ পর্যটন কেন্দ্র করমজল, আলীবান্দা, কটকা, কচিখালী, সুপতি থেকে বেশি ইকো-ট্যুরিস্ট গেছেন। প্রবেশ নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম দিনেই একমাত্র করমজল পর্যটন কেন্দ্রে ১১০ জন ইকো-ট্যুরিস্ট ভ্রমণ করেছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির। বাগেরহাটের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে অফিস থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই আরও ৩ শতাধিক জেলে মাছ ও শিলা কাঁকড়া আহরণ করতে নৌকা ও ইঞ্জিনচালিত বোটে সুন্দরবনে গেছেন। সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা ও রাকুতলা গ্রামের ইয়াকুব আলী বয়াতি, সেকেন্দার খলিফা, খুড়িয়াখালী গ্রামের জেলে তৈয়াব হাওলাদার জানান, শুধু শরণখোলা রেঞ্জ থেকে ১০৯ জন জেলে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে আরও কয়েক হাজার জেলে পাস পারমিট নিয়ে সুন্দরবনে যাবেন। এসব জেলে বনজীবীরা আরও বলেন, ‘বংশ পরম্পরায় সুন্দরবনে মাছসহ বনজ সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করছি। সুন্দরবনে এই তিন মাসের নিষেধাজ্ঞা সময়ে আমাদের অনেক কষ্ট করে পরিবারসহ জীবিকা নির্বাহ করতে হয়েছে।
শিরোনাম
- এদেশের অর্থ-সম্পদ লুণ্ঠন করছে ফ্যাসিস্ট সরকার: গিয়াসউদ্দিন
- প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- হোয়াইটওয়াশ এড়াতে ৩২১ রান সংগ্রহ বাংলাদেশের
- ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন
- ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা
- পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস
- আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না : ডিবিপ্রধান
- ব্যর্থ লিটন, ২৬ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ
- ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই : মঈন খান
- ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে বাঁচানো গেল না
- কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা
- সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ
- সর্বকনিষ্ঠ দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
- অভিযানে বাধা, কুষ্টিয়ায় ১০ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
- ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি
- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কষ্ট দেয়, দায় আমাদেরই : অনির্বাণ
- অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকার জীবনে রহস্যময় ‘প্রেমিক’!
- বড়দিন ও থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা
- ফ্রান্সে স্বামীর সহায়তায় ১০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫০ জন
প্রকাশ:
০০:০০, সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪
পর্যটকে প্রাণবন্ত সুন্দরবন
বাগেরহাট প্রতিনিধি
এই বিভাগের আরও খবর