শিরোনাম
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
সীমান্তে অনুপ্রবেশ ক্যাম্পে গোলাগুলি

ওপারে তুমুল যুদ্ধ, ঢোকার অপেক্ষায় শত শত রোহিঙ্গা

রোহিঙ্গা সংকট

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে থেমে থেমে সংঘর্ষ, গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা অব্যাহত রয়েছে। এ জন্য বিস্তীর্ণ সীমান্তজুড়ে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। পাশাপাশি টেকনাফ অংশে মিয়ানমারের মংডু এলাকার শত শত রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তে রয়েছে। সূত্রমতে এসব এলাকার শত শত মিয়ানমার নাগরিক টেকনাফ ও উখিয়া সংলগ্ন নাফ নদ পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ার অপেক্ষা করছে। উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুরুদ্দিন চৌধুরী বলেন, ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে। শুনেছি মংডু মগনিপাড়া, সুধার পাড়া থেকে কিছু রোহিঙ্গা নাফ নদে ডিঙি নৌকা নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এর আগেও বেশকিছু রোহিঙ্গা অনুপ্রবেশের সময় স্থানীয়দের সঙ্গে নিয়ে আমি তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।

টেকনাফ হোয়াইক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, আমাদের এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছিল। টেকনাফ উপজেলার নাফ নদ জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বেশ কয়েকটি রোহিঙ্গা বোঝাই নৌকাকে প্রতিহত করেছেন বিজিবি সদস্যরা। নাফ নদের বিভিন্ন পয়েন্টের জিরোলাইন থেকে রোহিঙ্গা বোঝাই বেশ কয়েকটি নৌকাকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী। মিয়ানমারে বিরাজিত যুদ্ধের কারণে বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। এতে করে সীমান্তজুড়ে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর