বরিশাল সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় গৃহকর্তার মেয়ের বিয়ের জন্য কেনা স্বর্ণালংকার, নগদ অর্থ ও জমির দলিলাদি নিয়ে গেছে ডাকাতরা।
বাড়ির মালিক জানান, আগামী শুক্রবার তার ছোট মেয়ের বিয়ে। তাই ১০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার কেনেন। শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল তার ঘরে হানা দেয়। ডাকাতরা জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর স্ত্রী ও মেয়েসহ তাকে বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা বলে, বিয়ের জন্য স্বর্ণালংকার কেনা হয়েছে তা নিশ্চিতভাবে জেনেই আমরা এসেছি। তখন অস্বীকার করলে মেয়েকে ধর্ষণ করার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে ঘরের ভিতরে গর্ত করে লুকিয়ে রাখা ১০ ভরি ওজনের স্বর্ণালংকার বের করে দেন। তিনি আরও জানান, ডাকাতরা নগদ ৮৫ হাজার টাকা, জমির ১৮ দলিলসহ পরচা লুট করেছে। এ বিষয়ে মহানগর পুলিশের বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।