সারা দেশে বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর এরই মধ্যে ৯৪ হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৯ জন, মারা গেছেন পাঁচজন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২০৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩১৪ জন, মারা গেছেন ৫০৯ জন।