বাংলাদেশিসহ এশিয়ান প্যাসিফিক আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে মার্কিন কংগ্রেসে কর্মরত ‘কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস’ (সিএপিএসি, the Congressional Asian Pacific American Caucus (CAPAC)-এর চেয়ারপারসন হলেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতভাবে বিজয়ী গ্রেস মেং জানুয়ারিতে শুরু ১১৯তম কংগ্রেসে এ দায়িত্ব পালন করবেন। বিজয়ের পর নিজের অনুভূতি ব্যক্তকালে নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে বারবার নির্বাচিত (কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৬, জ্যামাইকা, ফ্লাশিং, ইস্ট এলমহার্স্ট) কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, সিএপিএসি প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকার প্রশাসনে এশিয়ান আমেরিকান, হাওয়াইয়ান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকজনের সমস্যা-সম্ভাবনাকে প্রাধান্য দেওয়ার জন্যে। ক্রমান্বয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই সম্প্রদায়ের সম্পর্ক আরও জোরালো করার অভিপ্রায়ে। নিউইয়র্ক থেকে প্রথম এশিয়ান কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত গ্রেস মেং উল্লেখ করেন, জানুয়ারিতে নতুন কংগ্রেসে আমার সপ্তম মেয়াদ শুরু হবে। গত ছয় টার্ম তথা এক যুগে আমি এশিয়ান আমেরিকানদের কল্যাণে যথাসাধ্য সচেষ্ট ছিলাম। গত টানা তিন টার্মে এই ককাসের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন সহকর্মীরা। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমাকে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করায় নিজকে গৌরবান্বিতবোধ করছি। গ্রেস মেং উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সারা আমেরিকায় এশিয়ান-বিরোধী আক্রমণ প্রতিরোধে যথাসাধ্য চেষ্টা করেছি। করোনা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত এশিয়ানদের সুরক্ষাতেও সচেষ্ট ছিলাম। চলতি বছর পর্যন্ত গত চার বছর বাইডেন-কমলা প্রশাসনের ঘনিষ্ঠতায় থেকে এশিয়ানদের নানা ইস্যুতে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। হিংসা-বিদ্বেষ ঠেকাতে, চিকিৎসা-সেবার ফি হ্রাসে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে তথা এশিয়ান-আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সক্ষম হয়েছি। বিগত দিনের অভিজ্ঞতায় আমি সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাব এই ককাসকে আরও শক্তিশালী করতে এবং মূলধারায় এশিয়ানদের আরও ক্ষমতায়িত করতে। উল্লেখ্য, এই ককাসের চেয়ারপারসন হিসেবে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন কংগ্রেসওম্যান জুডি চু (ক্যালিফোর্নিয়া-ডেমোক্র্যাট)। জুডি চু-কে ধন্যবাদ জানিয়েছেন নতুন চেয়ারপারসন গ্রেস মেং।
শিরোনাম
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০০:২০, শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪
অষ্টম কলাম
মার্কিন ককাসের চেয়ার হলেন সেই কংগ্রেসওম্যান মেং
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর