বাংলাদেশি পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় পরিবর্তন এনেছে ত্রিপুরা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি (এটিএইচআরওএ)। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা ভিসায় আসা ব্যক্তিদের আবাসন সুবিধা ও আনুষঙ্গিক সেবা প্রদান করা হবে। এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এর আগে এটিএইচআরওএ ঘোষণা দিয়েছিল, প্রতিবেশী দেশে ভারতীয় পতাকার অসম্মানের ঘটনায় বাংলাদেশি অতিথিদের সেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিন্ন অবস্থানে দুর্গাপুর হাসপাতাল : সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল। দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত বেসরকারি হাসপাতাল (সিটিজেন সুপার স্পেশালিটি হাসপাতাল) কোনো বাংলাদেশি রোগীকে পরিষেবা দেবে না বলে ঘোষণা করেছে। হাসপাতালের ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশজুড়ে যে পরিস্থিতি বিরাজ করছে, তার প্রতিবাদ হিসেবে আমরা বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মতো পাশের রাজ্য ত্রিপুরায়ও সেখানকার মাল্টি-স্পেশালিটি বেসরকারি হাসপাতাল, আইএলএস ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ থেকে আগত কোনো রোগীর চিকিৎসা তারা দেবে না।