সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাওয়ার পথে চিত্রনায়িকা নিপুণকে আটকে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ইমিগ্রেশন পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়। গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল।
ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডনযাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষানিরীক্ষা শেষে নিপুণের লন্ডনযাত্রা বাতিল করে। ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি জানান, গোয়েন্দা সংস্থার আপত্তির পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা নিপুণের লন্ডনযাত্রা বাতিল করা হয়েছে।