ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল গ্রামবাসী। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে দীর্ঘদিন ধরে সলিথা ও মিরাকান্দা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে দুই গ্রামের মানুষের মধ্যে। গতকাল ভোর থেকেই দুই গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল-সরকি, কাতরা, রামদা, ছ্যানসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নগরকান্দা থানার ওসিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট করে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাকিল জানান, দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নগরকান্তা থানার ওসি মো. সফর আলীসহ কয়েকজন আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম টহলে রয়েছে। নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় আমার হাত কেটে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২২, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর