ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল গ্রামবাসী। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে দীর্ঘদিন ধরে সলিথা ও মিরাকান্দা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে দুই গ্রামের মানুষের মধ্যে। গতকাল ভোর থেকেই দুই গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল-সরকি, কাতরা, রামদা, ছ্যানসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নগরকান্দা থানার ওসিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট করে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাকিল জানান, দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নগরকান্তা থানার ওসি মো. সফর আলীসহ কয়েকজন আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম টহলে রয়েছে। নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় আমার হাত কেটে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২২, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর