ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল গ্রামবাসী। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে দীর্ঘদিন ধরে সলিথা ও মিরাকান্দা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে দুই গ্রামের মানুষের মধ্যে। গতকাল ভোর থেকেই দুই গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল-সরকি, কাতরা, রামদা, ছ্যানসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নগরকান্দা থানার ওসিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট করে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাকিল জানান, দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নগরকান্তা থানার ওসি মো. সফর আলীসহ কয়েকজন আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম টহলে রয়েছে। নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় আমার হাত কেটে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২২, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর