ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল গ্রামবাসী। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে দীর্ঘদিন ধরে সলিথা ও মিরাকান্দা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে দুই গ্রামের মানুষের মধ্যে। গতকাল ভোর থেকেই দুই গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল-সরকি, কাতরা, রামদা, ছ্যানসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নগরকান্দা থানার ওসিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট করে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাকিল জানান, দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নগরকান্তা থানার ওসি মো. সফর আলীসহ কয়েকজন আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম টহলে রয়েছে। নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় আমার হাত কেটে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি।
শিরোনাম
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২২, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর