ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের কাছ থেকে কৌশলে অর্থ ও মালামাল লোপাট চক্রের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন- শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। অনিতা রানী বলেন, গত ১৭ জানুয়ারি কিউআর ৬৪০ নম্বর ফ্লাইটে বাংলাদেশে আসার পর কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা তার সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেন। ৭ ফেব্রুয়ারি বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপিতে অবস্থানকালে একইভাবে নিজের টাকাসহ ব্যাগ হারান বিএস ৩৬২ নম্বর ফ্লাইটযোগে জেদ্দা থেকে ফেরা প্রবাসী আরিফ প্রামানিক। মানিক খানের ব্যাগে ছিল ৩ হাজার ৭০০ রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র, আর আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল ৪ হাজার ৭৩৫ রিয়াল। দুজনই পরবর্তীতে এপিবিএনের অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন। কাতার প্রবাসী মানিক খানের সঙ্গে হওয়া ঘটনাটি সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও ৭ ফেব্রুয়ারির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ঘটনার সত্যতা পায় এপিবিএন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়। তাদের মুখে ছিল মাস্ক। চার দিন পর মঙ্গলবার খোকন ও নিজামকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা স্বীকার করেছেন।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
বিমানবন্দরে অর্থ লোপাট প্রবাসীর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর