ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের কাছ থেকে কৌশলে অর্থ ও মালামাল লোপাট চক্রের দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন- শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। অনিতা রানী বলেন, গত ১৭ জানুয়ারি কিউআর ৬৪০ নম্বর ফ্লাইটে বাংলাদেশে আসার পর কাতার প্রবাসী মানিক খান বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অজ্ঞাত ব্যক্তিরা তার সঙ্গে থাকা টাকাসহ ব্যাগগুলো হাতিয়ে নেন। ৭ ফেব্রুয়ারি বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপিতে অবস্থানকালে একইভাবে নিজের টাকাসহ ব্যাগ হারান বিএস ৩৬২ নম্বর ফ্লাইটযোগে জেদ্দা থেকে ফেরা প্রবাসী আরিফ প্রামানিক। মানিক খানের ব্যাগে ছিল ৩ হাজার ৭০০ রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র, আর আরিফ প্রামাণিকের ব্যাগে ছিল ৪ হাজার ৭৩৫ রিয়াল। দুজনই পরবর্তীতে এপিবিএনের অফিসে চুরির কথা উল্লেখ করে অভিযোগ করেন। কাতার প্রবাসী মানিক খানের সঙ্গে হওয়া ঘটনাটি সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও ৭ ফেব্রুয়ারির ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ঘটনার সত্যতা পায় এপিবিএন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়। তাদের মুখে ছিল মাস্ক। চার দিন পর মঙ্গলবার খোকন ও নিজামকে আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা উভয়ই অপরাধের কথা স্বীকার করেছেন।
শিরোনাম
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
বিমানবন্দরে অর্থ লোপাট প্রবাসীর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর