লোভি শিকারিদের নির্মমতায় তিস্তা-ব্রহ্মপুত্র এখন পরিয়ায়ী পাখিদের নিরাপদ আশ্রয়ের পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিকারিদের হাতে প্রতিবছর হাজার হাজার পাখি ধরা পড়ছে। ধরা পড়া ওইসব পাখি কোনো কোনো মানুষ উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করছে। পাখিপ্রেমিকদের ধারণা, এ অবস্থা চলতে থাকলে এ অঞ্চলের নদীগুলো একসময় পাখিশূন্য হয়ে পড়বে। সম্প্রতি একদল শৌখিন ফটো সাংবাদিকদের নজরে আসে পাখি শিকারিদের ভয়ংকর তথ্য। জানা গেছে, প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চের প্রথমার্ধ পর্যন্ত তিস্তা-ব্রহ্মপুত্র পরিয়ায়ী পাখির কলতানে মুখর হয়ে ওঠে। নদীর পরিবেশ প্রকৃতি পাখিদের অনুকূলে থাকায় নিরাপদ আশ্রয়স্থল মনে করে এই পাখিগুলো। নদীতে শামুক, জলজ পোকামাকড় এসব পাখির খাদ্য। তিস্তা-ব্রহ্মপুত্রে এসব খাদ্য পাওয়া যায় বলে এখানে বিচরণ করতে স্বচ্ছন্দ্য বোধ করে পাখিগুলো। সুদূর সাইবেয়িা, মধ্য এশিয়া, দক্ষিণ চীন, লাদাখ থেকে এসব পাখি আসছে। এর মধ্যে বিভিন্ন প্রজাতির দুর্লভ হাঁস, ছোটকান প্যাঁচা, লম্বা পা তিসাবাজ, জিরিয়া, টিটি, মনকা , চখাচখিসহ কমপক্ষে ৫০ থেকে ৫৫ প্রজাতির হাজার হাজার পাখির দেখা মেলে তিস্তায়। প্রতিবছর একদল শিকারি এসব পাখি নির্বিচারে শিকার করছেন। আর এসব পাখি শিকারিরা খাচ্ছেন এবং বিক্রি করছেন। আবার এক ধরনের অভিজাত শ্রেণির মানুষ তৃপ্তিসহকারে ভূঁড়িভোজ করেন। দীর্ঘদিন থেকে পাখি শিকার চলে এলেও স্থানীয় প্রশাসন এসব পাখি শিকারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে পাখিপ্রেমীদের কাছ থেকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, প্রতিবছর এই অঞ্চলের তিস্তা, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীতে হাজার হাজার পাখি শিকার করছে শিকারিরা। শিকারিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে এক সময় এই অঞ্চলের নদনদীতে পাখির দেখা পাওয়া যাবে না।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০৩:০৯, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিকারিদের নির্মমতায় তিস্তা-ব্রহ্মপুত্রে পাখি হুমকিতে
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর