১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই এর বিরোধিতা করছেন দেশের আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় দল ও সংগঠনগুলো এর বিরুদ্ধে বিক্ষোভ, সভাসমাবেশসহ নানান কর্মসূচি পালন করে বলছে, বেশ কিছু প্রস্তাব করা হয়েছে যা কোরআনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এগুলো কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রতিবেদন করেছেন সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সোহাগ