অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুটি কয়েক সাংবাদিক শেখ হাসিনাকে বৈধতা দিতে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন। তাতে শিক্ষার্থীদের মারার বৈধতা পেয়েছিলেন হাসিনা। এর জেরে দেশে বড় একটি গণ অভ্যুত্থান ঘটেছে। কিন্তু আমাদের গণমাধ্যমগুলোতে এখনো ফ্যাসিস্ট মুক্তির গণ অভ্যুত্থানকে ইনিয়ে-বিনিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘গণ অভ্যুত্থান-পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক’ এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দেশে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর একটিও অন্তর্বর্তী সরকার করেনি। হাসিনা আমলে দিগন্ত-আমার দেশসহ অনেকগুলো গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। আবুল আসাদ-মাহমুদুর রহমানের মতো সম্পাদকদের রক্তাক্ত করা হয়েছিল। এসব হামলায় যেসব সাংবাদিক লিড দিয়েছে এবং মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সেসব মানুষ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছে।’