বৃষ্টিতে ঢাকার বাতাসের মান কিছুটা ভালো হয়েছে। গত কয়েক দিন ধরেই বায়ুদূষণের শীর্ষ নগরী হিসেবে ঢাকার নাম আসছে না। গতকাল সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখার সময় ঢাকায় বাতাসের মান ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তার আগে টানা ৮ ঘণ্টা ঢাকার বাতাস ছিল সহনশীল। অথচ গত অক্টোবর থেকে মাঝ এপ্রিল পর্যন্ত ঢাকার বাতাস কখনো থাকত অস্বাস্থ্যকর, কখনো খুবই অস্বাস্থ্যকর, কখনো বিপজ্জনক।
কয়েক দিন ধরে রাজধানীর আকাশে মেঘের দেখা মিলছে। কখনো ঝিরিঝিরি, কখনো মুষলধারে বৃষ্টিতে ভিজছে রাজপথ। পরমুহূর্তে আবার চারদিক উজ্জ্বল করে উঁকি দিচ্ছে সূর্য। তবে এই বিচ্ছিন্ন বৃষ্টিপাতের প্রভাব ঠিকই পড়েছে বাতাসে। কমে গেছে দূষণ। গত রবিবার থেকে গতকাল পর্যন্ত কোনোদিনই ঢাকার বাতাস পুরোপুরি অস্বাস্থ্যকর ছিল না। বুধবার বাতাস ছিল সহনশীল, বাকি দিনগুলো ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। যদিও দীর্ঘ সময় বৃষ্টি না হলে বাতাস আবার অস্বাস্থ্যকর হয়ে উঠছে। গতকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হলেও সকাল ৯টার আগের পাঁচ ঘণ্টা ছিল অস্বাস্থ্যকর। গত পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ দূষিত দিন ছিল গত বৃহস্পতিবার। এদিন ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর অতিসূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ছিল ৫২.২ মাইক্রোগ্রাম, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। অথচ, ১৫ দিন আগেও গত ৩০ এপ্রিল প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ ছিল ১১০.৬ মাইক্রোগ্রাম, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত।