ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণ করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০ জুন তাঁর অপসারণ কার্যকর হবে। এর আগে ৬ এপ্রিল মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
জানা গেছে, বিভিন্ন জালিয়াতিতে সম্পৃক্ততার দায়ে মুনিরুল মওলাকে অপসারণের পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য অনিয়ম ও জালিয়াতির নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের সাম্প্রতিক অডিটে বিভিন্ন জালিয়াতির সঙ্গে মুনিরুল মওলার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক তাতে অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপসারণেই তিনি দায়মুক্তি পাবেন এমন না। তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে দুদকসহ সরকারের অন্য সংস্থা। এজন্য কেন্দ্রীয় ব্যাংক সব ব্যবস্থা নিয়েছে। ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। বিভিন্ন উপায়ে এ ব্যাংক থেকে এস আলম গ্রুপের ৯১ হাজার কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২০ সালের ডিসেম্বরে মুনিরুল মওলাকে এমডি নিয়োগ দেওয়া হয়।