দিনদুপুরে রাজধানীর মগবাজারের একটি গলিতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এর আগে এই ছিনতাইয়ের ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে ভাইরাল হয়। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, ছিনতাইকারীর কবলে পড়া সেই যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম আবদুল্লাহ। একটি রেস্তোরাঁয় হাউজ কিপিং হিসেবে কাজ করেন তিনি। ওই যুবক রবিবার রাতে হাতিরঝিল থানায় মামলাটি করেন।
গতকাল হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ফেসবুকে সেই ঘটনার ভিডিও দেখে পুলিশ অনুসন্ধানে নামে। একপর্যায়ে ছিনতাইকারীর কবলে পড়া যুবকের সন্ধান পাওয়া যায়। গত ১৯ মে ভোরে মগবাজার গ্রিনওয়ে গলিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আবদুল্লাহ ওই এলাকায় একটি বাসায় থাকেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১০ হাজার টাকা দামের একটি মোবাইলফোন এবং নগদ ১৪ হাজার টাকা নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আহত হয়েছেন তবে অতটা গুরুতর নয়। এ ঘটনায় মামলা হওয়ার পর ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুপুরে কাঁধে ব্যাগ নিয়ে একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবকের মধ্যে দুইজন পথচারী সেই যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। যুবক বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি বের করে তাকে আঘাত করতে থাকে। পরবর্তীতে ছিনতাইকারীরা লুটপাট করে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করে।