খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তি মণ্ডলের (৫৮) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বিজন কান্তি ও তার স্ত্রী দিপালী বিশ্বাসকে (৪৮) বেধড়ক মারধরের পর টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
বিজন জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে ডাকাতরা ঘরে ঢুকে স্ত্রীসহ তাকে বেধড়ক মারধর করে। পরে আলমারি ও শোকেস ভেঙে নগদ ৭ হাজার টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে যায়।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে। তাদের হাতে পিস্তল, রড ও দেশি ধারালো অস্ত্র ছিল। বাইরেও আরও কয়েকজন ছিল। ডাকাতরা চলে যাওয়ার সময় আগামী চার দিনের মধ্যে ১ লাখ টাকা দিতে বলেছে। না হলে হত্যার হুমকি দিয়েছে। গতকাল পাইকগাছা থানায় মামলার জন্য লিখিত আবেদন করেছি।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষকের অভিযোগ পেয়েছি। তবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে মনে হচ্ছে না। নিকট আত্মীয়দের সঙ্গে বিবাদের জের মনে হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করছি।