বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা গেছে। রবিবার রাত ১০টার পর থেকে গতকাল সকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। সীমান্ত লাগোয়া স্থানীয় সূত্রগুলো জানান, হঠাৎ করে ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসায় এপারের বাংলাদেশ অংশে সীমান্তবর্তী গ্রামগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, ‘আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩৪ থেকে ৩৫-এর ওপারে এ ঘটনা ঘটেছে। এপারে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি জওয়ানরা কঠোর সতর্কতা অবলম্বন করছেন।’
স্থানীয় সূত্রগুলোর ধারণা, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে আরসা-আরএসওর সংঘর্ষ ঘটতে পারে। এর আগে ২৫ জুলাই রাত থেকে ২৬ জুলাই সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালার ওপারে গোলাগুলির শব্দ শুনতে পান এপারের সীমান্তবর্তী বাসিন্দারা।