ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদল মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ আট লাখ টাকার মালামাল লুটে নেয়।
রুবেল আরিফ নামে এক যাত্রী জানান, তারা কয়েকজন মাইক্রোবাসে সিলেট বেড়াতে যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে শাহবাজপুর এলাকায় যানজটে আটকে থাকার সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মাইক্রোবাসে হামলা করে। তারা দুই লাখ টাকা, পাঁচটি মোবাইলসহ মালামাল নিয়ে গেছে। এ সময় পাশের একটি মাইক্রোবাসেও হামলা করে ডাকাতদলটি। সেখান থেকে লক্ষাধিক টাকাসহ চারটি মোবাইল ছিনিয়ে নিয়েছে তারা।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানা পুলিশ দেখভাল করায় ডাকাতির খবর তিনি পাননি।