দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যে গভীর হতাশা ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল গতকাল এক বিবৃতিতে বলেন, উপদেষ্টা হয়েও চিকিৎসকদের নিয়ে এমন অবমাননাকর বক্তব্য চিকিৎসকদের নিষ্ঠা ও আত্মত্যাগকে হেয়প্রতিপন্ন করেছে। এমন বক্তব্য স্বাস্থ্যসেবার প্রতি জনসাধারণের আস্থাকে সংকুচিত করে। আমরা অবিলম্বে আসিফ নজরুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।
তারা আরও বলেন, ন্যায্য বেতন-ভাতা না পাওয়া সত্ত্বেও চিকিৎসকরা নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছেন। কভিড-১৯ মহামারি থেকে শুরু করে ডেঙ্গুর প্রকোপ পর্যন্ত নানা স্বাস্থ্য সংকটে বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়েছেন; কেউ কেউ প্রাণও হারিয়েছেন। তবুও চিকিৎসকরা তাদের সেবা ও মানবিকতার পথ থেকে পিছপা হননি।
ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এ দেশের চিকিৎসকরা আহতদের সেবা দিয়েছেন। অভ্যুত্থানের ফসল হিসেবে গঠিত সরকারের একজন উপদেষ্টা কর্তৃক চিকিৎসকদের অপমান করা বিরাট অন্যায়।