সিলেটে পাথর লুটের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আবদুল মোনায়েম বাদী হয়ে প্রায় ১৫০ জনকে আসামি করে মামলাটি করেছেন। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
এদিকে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে গতকাল আরও প্রায় ৭০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ হাজার এবং জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ২০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এ ছাড়া শ্রীপুরে অভিযানকালে জব্দ ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। প্রসঙ্গত, এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।