ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে মনোনীত হয়েছেন জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল বিকালে এক বিশেষ সাক্ষাৎকারে এমনটি জানান তিনি।
তানভীর বারী হামিম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গত ৭ বছর ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম। শিক্ষার্থীদের জন্যই রাজনীতি করেছি। স্বৈরাচারের বিরুদ্ধে সর্বদা সরব ছিলাম। এমন কোনো আন্দোলন ছিল না যেখানে আমি অনুপস্থিত ছিলাম। ৫ আগস্টের পরও ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করেছি, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি।
আপনারা দেখেছেন নারীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমি ছাত্রী হলগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছি। এ ছাড়া শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক সুস্থতা নিশ্চিতের লক্ষ্যে সাংস্কৃতিক কর্মসূচিও আয়োজন করেছি।
আমি জিএস পদে নির্বাচিত হলে শিক্ষার্থীদের পাঁচটি মৌলিক অধিকার আদায়ে কাজ করব। তারা যেন শিক্ষা জীবনে একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ পায় সেটা নিশ্চিত করার চেষ্টা করব। নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব। ক্যাম্পাসকে পরিপূর্ণভাবে নারীবান্ধব করার জন্য কাজ করব। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্ন সময় ক্যাম্পাসের বাইরে গেলে হেনস্তার শিকার হন, তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। কিন্তু প্রতিকার মিলে না। আমি এর প্রতিকারে বিশেষ হেল্পলাইনের ব্যবস্থা করব যাতে নারী শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে।