বাংলাদেশে একটি শতভাগ রপ্তানিমুখী তামাক কারখানা করতে চাইছে তুরস্ক। ঢাকা লিফ প্রসেসিং লিমিটেড নামে একটি কোম্পানি করে যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধন চেয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) আবেদনও করেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানা স্থাপনে তারা প্রায় ২২৮ কোটি টাকা বিনিয়োগ করবে। আলোচ্য বিনিয়োগ প্রস্তাবের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় মতামত দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনাপত্তি ও আইনি বাধার কারণে তুরস্কের এ বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিডা। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তুরস্কের বর্ণিত বিনিয়োগ প্রস্তাবটি নিয়ে গত ২৫ আগস্ট সভা করে বিডা। তামাক জাতীয় পণ্য সম্পর্কিত বিনিয়োগ প্রস্তাব হওয়ায় এর পক্ষে-বিপক্ষে মতামত এসেছে। এ ছাড়া এ বিষয়ে আইনি বাধাও রয়েছে। সে কারণে বিদেশি বিনিয়োগ হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যায়নি।
সূত্রটি আরও জানায়, তামাক খাতে বিনিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি মামলার (সিভিল আপিল নম্বর-২০৪-২০৫/২০০১) রায় আছে। ওই রায়ে দেশে নতুন কোনো তামাক কোম্পানিকে লাইসেন্স প্রদান না করার নির্দেশনা রয়েছে। সে কারণে আলোচ্য প্রকল্পটির বিষয়ে আবেদনকারী প্রতিষ্ঠানকে সুপ্রিম কোর্টের মতামত নিতে বলা হয়েছে। এ ছাড়া বিনিয়োগ প্রস্তাবটির বিষয়ে পৃথকভাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। বিডায় অনুষ্ঠিত ওই সভার একটি কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, আবেদনকারী কোম্পানিটি বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুরে কারখানাটি স্থাপন করতে চায়। প্রস্তাবিত যৌথ প্রকল্পে তুরস্কের এতে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ২২৮ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে প্রস্তাবিত মূলধনের পরিমাণ ৯৪ কোটি টাকা, বাকি ১৩৪ কোটি টাকা স্থানীয়ভাবে ঋণ নিয়ে সংগ্রহ করা হবে।