শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটির আগেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। লাগাতার শাটডাউনের ফলে এটি ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ছুটির আগে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে এবং ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ। গত ২০ সেপ্টেম্বর শিক্ষক লাঞ্ছনার ঘটনার পর শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন। ফলে একাডেমিক এবং দাপ্তরিক কাজ বন্ধ হয়ে যায়। এরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। তবে রাকসু নির্বাচন কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েন শিক্ষক-কর্মকর্র্তারা। জামায়াতপন্থি শিক্ষকরা ২২ সেপ্টেম্বর এবং কর্মকর্তারা ২৪ সেপ্টেম্বর শাটডাউন তুলে নেন। ২৫ সেপ্টেম্বর শাটডাউন প্রত্যাহার করেন বিএনপিপন্থিরাও। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল। নির্বাচন না হওয়ায় ছুটি বাতিল হয়। এর মধ্যেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যান।
শিক্ষার্থীদের ভাষ্য, শাটডাউনের কারণে ক্লাস ছিল না। সাপ্তাহিক ও নির্বাচনের ছুটির পর ২৮ সেপ্টেম্বর এক দিন ক্লাস হওয়ার কথা ছিল।
কিন্তু শাটডাউনের কারণে দুশ্চিন্তা ছিল। তাই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন। যদিও কিছু সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে রয়েছেন। তারা সংখ্যায় কম হওয়ায় অনেক হলের ডাইনিং বন্ধ হয়ে গেছে।