যখন-তখন অন্যের ব্যবহৃত এটা-সেটা, যেমন চিরুনি, সানগ্লাস বা তোয়ালের মতো জিনিসগুলো ব্যবহার করা মোটেই ঠিক না। কারণ এতে আপনার দেহে জীবাণু ছড়াতে পারে। নিচে কয়েকটি জিনিস তুলে ধরা হলো। যেমন-
এক. চিরুনি বা হেয়ার ব্রাশস
সাধারণত নারীদের দেখা যায় নিজের চুলগুলো ঠিকঠাক করে নিতে চট করেই অন্যের চিরুনি বা ব্রাশ ব্যবহার করে থাকেন। যা একদম উচিত নয়। কারণ অন্যের চিরুনি বা ব্রাশে লেগে থাকতে পারে উকুন বা অন্যান্য জীবাণু। তাই এর থেকে সতর্ক থাকা উচিত। তাছাড়া নিজের ব্যবহৃত চুলের চিরুনি এবং ব্রাশও নিয়মিত পরিস্কার রাখুন।
দুই. অন্যের ব্যবহৃত তোয়ালে
অন্যের ব্যবহৃত ভেজা তোয়ালেতে খুব সহজেই জীবাণু জমতে পারে, যা ত্বকে নানা ধরনের অসুখের জন্ম দেয়। সে কারণে সপ্তাহে অন্তত দু’দিন গরম পানি দিয়ে তোয়ালে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিন। এছাড়া তোয়ালের মধ্য দিয়ে যেন জীবাণু ছাড়াতে না পারে, সেজন্য বাড়ির প্রতিটি সদস্যের জন্যই আলাদা আলাদা তোয়ালে রাখা উচিত।
তিন. হেডফোন
অনেক সময় দেখা যায়, অনেকেই কানে ‘হেডফোন’ লাগিয়ে গান বা মজার কিছু শুনছেন এবং আনন্দ পাচ্ছেন। সে সময় কাছাকাছি কেউ থাকলে তাকেও শোনানোর জন্য সে কখনও নিজের হেডফোনটি এগিয়ে দেন। এই কাজটি কখনো করবেন না। কারণ হেডফোনের চারিদিকে ছড়িয়ে থাকে অসংখ্য জীবাণু, যা আপনার শরীরে খুব সহজেই ঢুকে যেতে পারে।
চার. নেইল ফাইলার
অন্যের ব্যবহার করা নেইল ফাইলারে (বিশেষ করে পার্লারে যেগুলো ব্যহার করা হয়) লুকিয়ে থাকতে পারে ছত্রাক, ফাঙ্গাস বা নানারকম জীবাণু। এ সব জীবাণু বা ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজেই আপনার নখেও ছড়িয়ে যেতে পারে। তাই অন্যের ব্যবহৃত এটি ব্যবহার করবেন না।
পাঁচ. অন্যের ব্যবহৃত সানগ্লাস বা চশমা
অন্যেন সানগ্লাস বা চশমা ব্যবহার করা উচিত না। কারণ ফ্রেমের মধ্যে লুকিয়ে থাকে ‘অঞ্জনির’ মতো নানা অসুখের জীবাণু, যা অল্পতেই ছড়িয়ে যেতে পারে আপনার চোখে।