বিদ্বেষমূলক বক্তব্য দেয়ায় ৪৮ ঘণ্টার জন্য বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মায়াবতী। কিন্তু তা সরাসরি খারিজ করে দেয় আদালত।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, মনে হচ্ছে, নির্বাচন কমিশন এ বার জেগে উঠেছে আমাদের নির্দেশে। রাজনীতিকদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে। এ থেকে স্পষ্ট যে পুনরায় আদালতকে আর এমন নির্দেশ দিতে হবে না।
সম্প্রতি দেওবন্দে এক জনসভায় গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মায়াবতীর বিরুদ্ধে। কংগ্রেস এবং তাদের জোটের মধ্যে কোনও ভাবেই যেন ভোট ভাগ না হয়, এমন হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে মায়ার বিরুদ্ধে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। জয়প্রদা সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে সমাজবাদী পার্টি নেতা আজম খানের বিরুদ্ধে। তার পরই ৭২ ঘণ্টার জন্য তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা