বগুড়ার সারিয়াকান্দি পাবলিক মাঠে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নান এমপির স্মরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
এ সময় তিনি বলেন, প্রয়াত আব্দুল মান্নান বগুড়ার অহংকার। চরম দুঃসময়ে তিনি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ৭৫ পরবর্তীতে জিয়াউর রহমান, স্বাধীনতা বিরোধী অপশক্তি যখন আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে সু-পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর নানা চক্রান্ত, নির্যাতন, হয়রানি চলছিল সেই সময়ে বঙ্গবন্ধু কন্যা মান্নানকে ছাত্রলীগের দায়িত্ব প্রদান করেন। মান্নানের মেধা, সাহস, নেতৃত্বের প্রতি দৃঢ়তা, ত্যাগ বিবেচনা করে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনা তাকে ছাত্রলীগের সভাপতি করেছিলেন। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল মান্নান সবসময় বগুড়ার মানুষের কথা ভাবতেন।
তিনি আরও বলেন, সারিয়াকান্দি-সোনাতলার তৃনমূল মানুষের উন্নয়ন ছিল তার স্বপ্ন। এই এলাকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বসীদের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য কঠিন পথপরিক্রমা ছিল। সেখানে আব্দুল মান্নান বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার মেধা শ্রম ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। তার দৃঢ় প্রত্যয় ছিল সামনে এগিয়ে যাওয়ার। সারিয়াকান্দির আজেকর স্মরণ সভা প্রমাণ করে আব্দুল মান্নান আপনাদের কতটা প্রিয় ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন করে প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়, দারিদ্রতার দেশ নয়। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার দেশ।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সবসময় দাঁতভাঙ্গা জবাব দিতেন প্রয়াত মান্নান ভাই। তিনি সবসময় তার এলাকা ও এলাকার মানুষের উন্নয়ন নিয়ে কাজ করতেন। যে মানুষটি দিনরাত নিরলস পরিশ্রম করেছেন এলাকার মানুষের জন্য তার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ এলাকাবাসীকে প্রয়াত নেতা মান্নানের পরিবারের পাশে থাকার জন্য তিনি অনুরোধ জানান।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মুনজিল আলী সরকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক শ্যাম্পো, প্রয়াত আব্দুল মান্নান এমপির পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুলু, অ্যাড. মন্তেজার রহমান মুন্টু, মমতাজুর রহমান মন্ডল, জাহিদুল ইসলাম রাজু প্রমুখ।
এর আগে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন